গর্ভকালীন সময়ের ঠিক কত মাস পর থেকে কোভিড ১৯ টীকা নিতে হবে সে ব্যাপারে কিছু ভিন্নমত পরিলক্ষিত হয় ।
অনেক গাইডলাইন অনুযায়ী গর্ভাবস্থার প্রথম ১২ সপ্তাহ (প্রথম ৩ মাস ) পর থেকে অর্থাৎ ১৩ সপ্তাহের শুরু থেকে ( ৪র্থ মাস এর শুরু থেকে ) কোভিড ১৯ টীকা দেবার কথা বলা আছে ।
তবে এই সময়কাল কত হবে তা বিভিন্ন দেশে পরিস্থিতির বিবেচনায় তাদের নিজস্ব স্বাস্থ্য বিভাগ সিদ্ধান্ত নিতে পারে ।