কিছু গবেষণায় দেখা গেছে যে গর্ভবতী মহিলারা কোভিড -১৯ ভাইরাস দ্বারা সংক্রমিত হলে গুরুতর অসুস্থতা দেখা দেবার সম্ভাবনা বেড়ে যায় যা পরে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা করাতে হয় এবং ICU তে ভর্তির পরিমানও বেড়ে যায় ।
সেই সাথে গর্ভকালীন বিভিন্ন জটিলতার মাত্রা বেড়ে যায় ,যেমন stillbirth , premature baby ইত্যাদি ।
গর্ভবতী মহিলাকে কোভিড – ১৯ ভাইরাসের টিকা দিলে তারা এই ভাইরাসে আক্রান্ত হলেও এই রোগের তীব্রতা অনেক কম হবে ।
ভাইরাসের সংস্পর্শে এলেও stillbirth , premature baby ইত্যাদির ঝুঁকি অনেক কমে আসবে।
গর্ভবতী মা টিকা নেবার ফলে passive antibody transfer এর মাধ্যমে গর্ভের বাচ্চা এবং নবজাতকের জন্য সুরক্ষা প্রদান করবে ।
কাজেই গর্ভবতীদের কোভিড ১৯ এর টীকা গ্রহণ তাদের অসুস্থতা এবং মৃত্যুহার হ্রাস করে এবং গর্ভের বাচ্চা ও নবজাতকের সুরক্ষা প্রদান করে ।