শিশুদের মধ্যে মাল্টিসিস্টেম ইনফ্লেমেটরি সিনড্রোম (MIS-C) ( Multisystem Inflammatory Syndrome in Children ) এমন একটি অবস্থা যেখানে শরীরের বিভিন্ন অংশে প্রদাহ দেখা দেয় , যার মধ্যে হৃদপিণ্ড, ফুসফুস, কিডনি, লিভার, মস্তিষ্ক, ত্বক, চোখ কিংবা খাদ্যনালী বিশেষ ভাবে উল্ল্যেখযোগ্য। MIS-C এর কারণ কি তা এখনও অনেকটাই অজানা কিন্তু পর্যবেক্ষনে দেখা যায় MIS-C আক্রান্ত অনেক শিশুরই কোভিড -১৯ ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছিল অথবা কোভিড -১৯ আক্রান্ত কারো সংস্পর্শে এসেছিল ।
MIS-C অত্যান্ত মারাত্মক একটি অবস্থা কারন একাধিক অঙ্গ একসাথে প্রদাহের শিকার হয় তবে বেশিরভাগ শিশুদেরই চিকিৎসার মাধ্যমে সুস্থ করা সম্ভব ।
MIS-C এর উপসর্গ নিচে দেয়া হল । শিশুদের মধ্যে এমন উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের সরণাপন্ন হওয়া উচিৎ।
জ্বর এবং নিম্নলিখিত লক্ষণ ও উপসর্গগুলির মধ্যে যে কোন একটি:
পেটে (অন্ত্র) ব্যথা
চোখ লাল হয়ে যাওয়া
বুকে চাপ/ব্যথা
ডায়রিয়া
অতিরিক্ত ক্লান্ত লাগা
মাথাব্যথা
রক্তচাপ কমে যাওয়া
ঘাড় ব্যথা
চামড়ায় লালচে দাগ ওঠা (Rash)
বমি হওয়া
শ্বাস নিতে কষ্ট হওয়া
ত্বকের রঙ ফ্যাকাশে কিংবা নীলচে ভাব ধারণ করা
অজ্ঞান হয়ে যাওয়া কিংবা বিভ্রান্তিমুলক আচরণ , ইত্যাদি
সব বাচ্চাদের একই ধরনের উপসর্গ নাও আসতে পারে ।
প্রদাহ বা রোগের অন্যান্য লক্ষণ বিবেচনা পূর্বক ডাক্তাররা কিছু পরীক্ষা করতে পারেন যেমন –
রক্ত পরীক্ষা
বুকের এক্স – রে
হার্ট আল্ট্রাসাউন্ড (ইকোকার্ডিওগ্রাম)
পেটের আল্ট্রাসাউন্ড
ব্রেইন সিটি স্ক্যান কিংবা এম আর আই
ডাক্তাররা উপসর্গগুলির এবং প্রদাহের চিকিৎসার জন্য বিভিন্ন ওষুধ ব্যবহার করতে পারেন। MIS-C তে অসুস্থ হয়ে পড়া শিশুদের হাসপাতালে চিকিৎসা করাতে হয় । কিছু ক্ষেত্রে পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে (ICU) চিকিৎসা করাতে হতে পারে ।
পিতামাতা যারা তাদের সন্তানের স্বাস্থ্য নিয়ে বা যারা কোভিড -১৯ কিংবা বা MIS-C সম্পর্কে সচেতন , তাদের বাচ্চাদের বর্ণিত উপসর্গ দেখা দেয়া মাত্র অবিলম্বে একজন শিশু বিশেষজ্ঞের সরনাপন্ন হওয়া উচিৎ ।
MIS-C থেকে শিশুদের রক্ষা করার সর্বোত্তম উপায় হল শিশুদের সহ গোটা পরিবারকে কোভিড -১৯ ভাইরাস থেকে রক্ষা করার জন্য স্বাস্থ্য বিধি মেনে চলা এবং সচেতন হওয়া ।