১ম ডোজ কোভিড ১৯ টীকা নেবার পর গর্ভবতী হয়ে গেলে ২য় ডোজ এর টীকা গর্ভকালীন প্রথম ১২ সপ্তাহ ( প্রথম ৩ মাস ) পর থেকে অর্থাৎ ১৩ সপ্তাহের শুরু থেকে ( ৪র্থ মাস এর শুরু থেকে ) নেয়া যাবে ।
১ম ডোজ দেবার পরে গর্ভধারন করার কারনে কোন আলাদা পর্যবেক্ষন বা পরীক্ষা করার প্রয়োজন নেই ।
তবে এক্ষেত্রে ২ ডোজ প্রথম ১২ সপ্তাহ ( প্রথম ৩ মাস ) পর নেয়ার ব্যাপারে কিছু মত পার্থক্য দেখা যায় । এটা অনেকটা নির্ভর করছে কোন দেশের কোভিড ১৯ সংক্রমন হার কতটা ব্যাপক এবং ঐ দেশের স্বাস্থ্য বিভাগের সিদ্ধান্তের উপর ।