গর্ভকালীন সময়ে কোভিড ১৯ টীকা নেয়া কি নিরাপদ ?

Must Read

কোভিড ১৯ এর টীকা পরীক্ষামূলক ভাবে অনেক সংখ্যক গর্ভবতী মহিলাদের উপর প্রয়োগ করা হয় যাতে করে ধারনা পাওয়া যায় গর্ভকালীন সময় মা ও বাচ্চার উপর এর কোন বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয় কিনা ।

শুধুমাত্র আমেরিকাতেই ১,২০,০০০ গর্ভবতী মহিলার উপর এই পরীক্ষা চালানো হয় ।

উক্ত পরীক্ষার ফলাফল পর্যালোচনা করে দেখা যায় যে কোভিড ১৯ টীকা গর্ভবতী মা ও বাচ্চার উপর কোন বিরূপ প্রতিক্রিয়া তৈরী করে নি ।

কোভিড ১৯ এর টীকা ইতিমধ্যে বিশ্বের অনেক উন্নত দেশ গর্ভবতী মহিলাদের উপর ব্যবহারের অনুমতি দিয়েছে ।

যেহেতু এখন পর্যন্ত গবেষণালব্ধ ফলাফল থেকে দেখা যায় কোভিড ১৯ এর টীকার কোন উপাদান গর্ভবতীদের এবং বাচ্চার শরীরে কোন খারাপ প্রতিক্রিয়া তৈরী করেনি কাজেই এই টীকা গর্ভাবস্থায় প্রয়োগ করতে কোন বাধা নেই ।

তবে গর্ভকালীন সময়ের ঠিক কখন টীকা নিতে হবে সে ব্যাপারে কিছু ভিন্নমত পরিলক্ষিত হয় ।

অনেক গাইডলাইন অনুযায়ী গর্ভাবস্থার প্রথম ১২ সপ্তাহ (প্রথম ৩ মাস ) পর থেকে অর্থাৎ ১৩ সপ্তাহ থেকে ( ৪র্থ মাস এর শুরু থেকে ) কোভিড ১৯ টীকা দেয়ার কথা বলা আছে ।

তবে এই সময়কাল কত হবে তা বিভিন্ন দেশে পরিস্থিতির বিবেচনায় তাদের নিজস্ব স্বাস্থ্য বিভাগ সিদ্ধান্ত নিতে পারে ।

Dr. Sharif

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

Latest News

বাসায় অক্সিজেন – কোভিড ১৯ ভাইরাস আক্রান্ত রোগীর জন্য কখন উপযোগী ?

কোভিড ১৯ ভাইরাসের সংক্রমন বেড়ে যাবার সাথে সাথে হাসপাতালে বেড স্বল্পতার কারনে অনেক রোগীকে হাসপাতালে রেখে চিকিৎসা দেয়া সম্ভব...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img